Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশাল ব্যবধানে হেরে গেলেন মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নিজ আসনে ঠাকুরগাঁও-১-এ বিশাল ব্যবধানে হেরে গিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১-এ মির্জা ফখরুল পেয়েছেন ১ এক লাখ ২৫ হাজার ৯০৯ ভোট। এ আসনে ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬- থেকে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন মির্জা ফখরুল।এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনে ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই বার ১ লাখ ৩৪ হাজার ৯১০ পেয়ে বিজয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমেশ চন্দ্র সেন ওইবার ৯৬ হাজার ৯৪৮ ভোট পেয়েছিলেন।

Bootstrap Image Preview