Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত ২,৮১,৭৪০ ভোট পেয়ে বিজয়ী হাবিবর রহমান

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৩ লাখ ৩১ হাজার ৫৪৬ ভোট পেয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম সিরাজ ধানের শীষ প্রতীকে ৪৯ হাজার ৭৪০ ভোট পেয়েছেন।  

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসন গঠিত। দেশের অন্যান্য স্থানের ন্যায় এ আসনে রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্য ৪ লাখ ৭৫ হাজার ৬৩৯ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ১০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। 

 

Bootstrap Image Preview