Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির পরাজয়ে কেমন আছেন খালেদা জিয়া?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ শুরু হয়েছে। নির্বাচনের ফল প্রকাশে দেখা যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির বিশাল পরাজয় ঘটেছে।  নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেই দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন কারাগারে। যদিও তারা বলেছিলেন, এই নির্বাচন খালেদা জিয়ার মুক্তির নির্বাচন!

বিএনপি নেতারা একসময় বলেছিলেন, খালেদা জিয়াকে জেলে রেখে তারা নির্বাচনে যাবেন না। কিন্তু সেই নেতারা এখন নির্বাচনে, বেগম জিয়া জেলেই। কী প্রহসনের রাজনীতি!

আবার দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত খালেদা জিয়া নিজেই নিয়েছিলেন। তাকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। সে নির্বাচনে বিজয়ী সরকার পাঁচ বছর দেশ শাসন করেছে। খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। পারেননি। প্রমাণ হয়েছে তিনি আর বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য নন। তাকে ছাড়াই সব কিছু হতে পারে।

এদিকেখালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো। তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র নাকি সরকার করছে! গুরুতর অভিযোগ!! তো, এখন কেমন আছেন বেগম জিয়া? তার শারীরিক অবস্থা ভালো তো? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো কথা বলছেন না। প্রেস ব্রিফিং করছেন না। 
ব্যাপারটা কী! তাকে কী সবাই ভুলে গেলো নাকি?

না, দুই জন অন্তত ভোলেননি। একজন ডা. জাফরুল্লাহ চৌধুরী আরেকজন ঋণফেলাপি কাদের সিদ্দিকী। জাফরুল্লাহ বলেছেন, ২ জানুয়ারি আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্তি পাবেন। কাদের সিদ্দিকী অবশ্য একদিন আগেই, ১ জানুয়ারিই জেল ভেঙ্গে তাকে বের করে আনবেন। বড় সৌভাগ্য বেগম জিয়ার। নিজের দল তার খোঁজখবর না করলেও দলের বাইরের দুইজন মানুষ তাকে মুক্ত জীবনের স্বপ্ন দেখিয়েছেন। না হোক পূরণ, স্বপ্ন কতো না মধুর লাগে!

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে, এবারে গণতন্ত্র মুক্তি পাবে কি না। সরকার আমাদের দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করছে। এই সরকার জুলুমবাজ। এই সরকার বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। আক্রমণ করছে। আহত করছে। এই সরকার নির্বাচন বানচাল করার জন্য সব রকমের অপকর্ম করছে।’

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এই বগুড়ার পুত্রবধূ। তাঁকে মুক্ত করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। ভোটের দিনে কেন্দ্রে থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। এই জুলুমের পরিবর্তন আনতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে সেই পরিবর্তন ঘটবে।

Bootstrap Image Preview