Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরের চারটি আসনেই আ'লীগ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


নাটোরের চারটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। 

আজ রবিবার রাত সাড়ে ৮ টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে ২লাখ ৪৪ হাজার ৮শ' ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কামরুন নাহার শিরিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮শ' ৭৯ ভোট।   

নাটোর-২ আসনে (নাটোর সদর-নলডাঙ্গা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৬০ হাজার ৫শ' ৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমীন ছবি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪শ' ৫৯ ভোট।  

নাটোর-৩ আসনে (সিংড়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩০ হাজার ২শ' ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫শ' ৯৩ ভোট। 

নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস নৌকা প্রতীক নিয়ে ২লাখ ৮৬ হাজার ২শ' ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৬হাজার ৯শ' ৭৯ ভোট।

এর আগে রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।   

Bootstrap Image Preview