Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে দ্বিতীয়বারের মতো এমপি হলেন রুহুল আমিন মাদানী

মোস্তাফিজ নোমান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ময়মনসিংহ-৭ আসন (ত্রিশাল) থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাফেজ রুহুল আমিন মাদানী। তিনি বিএনপি প্রাথী মাহবুবুর রহমান লিটনকে পরাজিত করেছেন। ত্রিশাল থেকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্তকর্তা।

তিনি ২ লাখ ৬ হাজার৯৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি লিটন পেয়েছেন ৩৭ হাজার ১৪৮ ভোট।

রিটানিং কর্মকর্তা জানান, রবিবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১২০টি কেন্দ্রে কোন ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। সহকারী রিটানিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী মোট ভোট দিয়েছে ২৫০৩১৪ জন ভোটার। এর মধ্যে মহাজোট প্রার্থী মাদানী পেয়েছেন ২০৬৯৯৫ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী ঐক্যফ্রন্টের ডা. মাহবুবুর রহমান লিটন পেয়েছেন ৩৭১৪৮ ভোট।হাতপাখা মার্কা আজিজুর রহমান ৫৮৬৭, লাঙ্গল প্রতীকে রওশন এরশাদ ২৯৩ ভোট।  স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম ত্রিশাল আসনে রুহুল আমিন মাদানী ২য় বার এমপি নির্বাচিত হলেন।

মাদানী ১৯৯৬ সালেও আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হোন জাতীয় পাটির আ. হান্নানের সাথে। মাদানীর বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্মস্থান চক পাঁচ পাড়ার জনগণ।

ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুরুল্রাহ বলেন, মাদানীর বিজয়ে আমরা খুশি। দীর্ঘদিন যাবত ত্রিশালে স্থানীয় কোন নেতা ছিল না। ২০০৮ সালে রেজা আলী নামে কুমিল্লার একজন ব্যবসায়ী নির্বাচন করে এখানে জয়ী হয়েছিল। এখন রুহুল আমিন মাদানীর বিজয়ে আমরা স্থানীয় নেতা পেলাম।

Bootstrap Image Preview