Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা-৯: ২৭০৬০২ ভোট পেয়ে নৌকা প্রার্থী তাজুল ইসলামের জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম এবং মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে তাজুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে এমপি হন মো. তাজুল ইসলাম।

কুমিল্লা-৯ লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলায় মোট ভোটার এর সংখ্যা ৩,২২,৩১৫। এবং মোট ভোট কেন্দ্র ১১৭।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ২৭০৬০২ ভোট, এবং তারই নিকটতম ধানের শীষ মনোনীত প্রার্থী কর্ণেল (অবঃ) আনোয়ার উল আজিম পেয়েছেন ১১৩০৯ ভোট।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর অনেকগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।

এদিকে, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে এলাকার মানুষ গাড়ি নিয়ে চলাচল করতে পারে। লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় এমন কোনো উন্নয়নমূলক কাজই হয়নি বলে দাবি করেছে এলাকাবাসী।

Bootstrap Image Preview