Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীর ৪টি আসনেই মহাজোটের জয়জয়কার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

নীলফামারী-১(ডোমার-ডিমলা)  আসনের বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ২ লাখ ৩ হাজার ৭২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রফেসর রফিকুল ইসলাম পেয়েছেন ৮৫ হাজার ৮৯ ভোট।

নীলফামারী-২ (সদর) এ আসনে প্রায় লাখ ভোটের ব্যবধানে টানা ৪র্থ বারের মতো বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের জামায়াত নেতা মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪২ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) জামায়াত অধ্যুষিত এ আসনে মহাজোটের প্রধান শরীক জাতীয় পার্টির মেজর (অবঃ) রানা মুহাম্মদ সোহেল ১ লাখ ৩৭ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের জেলা জামায়াতের আমির আজিজুল ইসলাম পেয়েছেন ৪৪ হাজার ৯৩ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) অবাঙ্গালী অধ্যূষিত এ আসনে সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ভজে পদে থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচন থেকে ছিটকে পড়ায় অনেকটা বিনা বাধায় নির্বাচনী বৈতরনী পার হয়েছেন মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের আদেদুল রহমান আদেল। তিনি পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম পেয়েছেন ২৭ হাজার ২৯৪  ভোট।    

প্রসঙ্গত, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Bootstrap Image Preview