Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে সহিংসতা দক্ষিণ এশিয়ার ঐতিহ্য: গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: মেরিনা মিতু


নিজস্ব প্রতিবেদক, হোটেল সোনারগাঁও থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, নির্বাচনে সহিংসতা করা দক্ষিণ এশিয়ার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা সহিংসতামুক্ত নির্বাচন চেয়েছিলাম কিন্তু আমাদের ১৩জন কর্মীকে হত্যা করা হয়েছে।

রবিবার রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোতে নির্বাচনে সহিংসতা হয়ে থাকে।আমরা চেয়েছিলাম সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে। কোন ধরনের হানাহানি হবে না।

রিজভী আরও বলেন, আমরা নির্বাচন নিয়ে খুশি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সবাই ভালোভাবে ভোটারাধিকার প্রয়োগ করেছে। আমরা সফল নির্বাচন করতে পেরেছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সকল দলের অংশগ্রহণে নির্বাচন করা। সবাই অংশগ্রহণ করেছে। আমরা সফল হয়েছি।

রিজভী সারাদেশে ভোটগ্রহণ ও নেতাকর্মী নিহত প্রসঙ্গে বলেন, ২৯ ও ৩০ ডিসেম্বর এই দুই দিনে আওয়ামী লীগের ১৩ জন নেতাকর্মী নিহত হয়েছে, ৭৭ জন আহত হয়েছে। ২ জন আনসার, ৭ জন সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ ও আহত হয়েছে। ১৫টি ভোটকেন্দ্র সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর করেছে। সব মিলে নির্বাচন নিয়ে আমরা খুশি। 

Bootstrap Image Preview