Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে দুইটি আ’লীগ, জাপা ১ টি বিজয়ী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৭ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩ আসনের মধ্যে দু'টিতে আওয়ামী লীগ প্রার্থী ও একটিতে জাতীয় পার্টি প্রার্থী বিজয়ী হয়েছেন।  

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন ২ লক্ষ ৬৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওই আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব পেয়েছেন ১২ হাজার ৭ ভোট। 

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগ প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ পেয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৬৪ ভোট। ওই আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল পেয়েছেন ৭৩ হাজার ৫ শত ৩৩ ভোট। 

লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের পেয়েছে ১ লক্ষ ১২ হাজার ৬ শত ৩২ ভোট। ওই আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবীব দুলু পেয়েছেন ৮৯ হাজার ১ শত ১৯ ভোট।

প্রসঙ্গত, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Bootstrap Image Preview