Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৬ আসনে ৫৪২৪ ভোটে পেয়ে এগিয়ে মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বগুড়া-৬ (সদর) আসনে ৫ হাজার ৪২৪ ভোট পেয়ে এগিয়ে আছে ধানের শীষ প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ (সদর) আসনে এখন পর্যন্ত ৩টি কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। অপরদিকে ফখরুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গলের নুরুল ইসলাম ওমর পেয়েছে মাত্র ৫৫৯ ভোট।

কেন্দ্র ৩টি হলো: এরুলিয়া ইউনিয়ন বোর্ড- এখানে ধানের শীষ পেয়েছে ২০২৬ ভোট এবং লাঙ্গল পেয়েছে ২৬০ ভোট।

বানদিঘী প্রাইমারি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১৪০৫ ভোট এবং লাঙ্গল পেয়েছে ১৪০ ভোট।

বড়ুখোড়া কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১৯৫৯ ভোট এবং লাঙ্গল পেয়েছে ১৫৯ ভোট।

এই ৩টি কেন্দ্রে মোট ৫৯৮৩ ভোটের মধ্যে ৫৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে এগিয়ে রয়েছে ধানের শীষ প্রার্থী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গলের নুরুল ইসলাম ওমর পেয়েছে মাত্র ৫৫৯ ভোট।

Bootstrap Image Preview