Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া ৪: ১২৬৭২২ ভোট পেয়ে বিএনপি প্রার্থী মোশারফ জয়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বগুড়া-৪(কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) আসনে ১২৬৭২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর অনেকগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪৬৭৯ ভোট। আর ধানের শীষ মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন পেয়েছেন ১২৬৭২২ ভোট।

প্রসঙ্গত, বগুড়া-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩১২০৮১। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৫৪,২৫৮ জন। আর নারী ভোটারের সংখ্যা ১,৫৭,৮২৩ জন। 

উল্লেখ্য, দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট বর্জন করেছেন প্রায় ৫০ জনের মতো প্রার্থী।

এদিকে ভোটপ্রদানকে কেন্দ্র করে কুমিল্লায় এক বিএনপিকর্মীকে পিটিয়ে ও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী, এক ইসলামী ফ্রন্ট কর্মী ও বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী নিহত হয়েছেন।

Bootstrap Image Preview