Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম-৬ আসনে বেসরকারিভাবে নৌকার জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী।

নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে তিনি পেয়েছেন ২,৩১,৪৪২ ভোট, তার নিকটতম বিএনপি প্রার্থী জসিমউদ্দীন সিকদার পেয়েছেন ২৩০৭ ভোট।

এই আসনে অন্য দুই প্রার্থী হলেন বিএনপির জসিম উদ্দিন সিকদার (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন আবদুল আলী (হাতপাখা)।

এদিকে সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটলেও বিদেশি পর্যবেক্ষক ও সাধারণ ভোটাররা ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। নির্বাচনী সহিংসতায় নিহতদের বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী হলেও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলেন বিএনপির নেতারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ‘রাউজানে মোট ভোটার ২ লক্ষ ৭০ হাজার ৭৬০ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৯ হাজার ৮৯ জন, আর নারী ১ লক্ষ ৩০ হাজার ৯৫১।’

Bootstrap Image Preview