Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারী ২: ১,৭৭,৬৫৭ ভোটে বেসরকারী ভাবে জয়ী আসাদুজ্জামান নূর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৭:১২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


নীলফামারী ২ আসনে ১,৭৭,৬৫৭ ভোটে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন নৌকা মনোনীত সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিকের মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯৪৮৪ ভোট।

আই আসনে মোট ভোটার সংখ্যা ৩১১৬৯৯। আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এই আসনে ভোট পড়েছে ২৫৭১৪১টি।

এর আগে রবিবার দুপুরে শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নীলফামারী-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

 

তিনি অভিযোগ করেন, নির্বাচনী এলাকার অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট দেয়াসহ ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আবার কোথাও এজেন্টদের আটকে রাখা হয়েছে।

মন্টু বলেন, নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। বাধ্য হয়ে বর্জন করতে হয়েছে।

এ সময় বিএনপি নেতা আলমগীর সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, নীলফামারী শহর আমীর আল ফারুক উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অবান্তর মন্তব্য করে নীলফামারী-২ আসনে মহাজোটের প্রার্থী সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, নৌকার গণজোয়ার দেখে তারা ভীত হয়ে পড়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে ছলচাতুরির আশ্রয় নিয়েছিল প্রতিদ্বন্ধী প্রার্থী। এর আগেও দু’বার পরাজিত হয়েছিলেন তারা। এখানকার মানুষ উন্নয়নের সঙ্গেই রয়েছেন।

 

Bootstrap Image Preview