Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফলাফল জনগণকে উৎসর্গ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নেতাকর্মীদের দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, আমাদের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে যদি আসে বাংলাদেশের জনগণকে উৎসর্গ করবো।

রবিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, গণমাধ্যমের মাধ্যমে এবং দলীয় সূত্র থেকে বিভিন্ন নির্বাচনী এলাকার ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে এটা নিশ্চিত ভাবে বলা যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ মহাজোট বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়লাভ করবে।

এ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা জাতির সামনে একটি চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলার জনগণের নিরঙ্কুশ সমর্থনে, এই স্বাধীন সার্বভৌম সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে তা সম্পন্ন হয়েছে। এর সকল কৃতিত্বের দাবীদার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সরকার প্রধান হয়েও হয়েও প্রধান হয়েও হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তার অনন্য নজির স্থাপন করেছেন।

‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের নেতা-কর্মী-সমর্থকদের, ভোটারদের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সব কেন্দ্রে অবস্থান গ্রহণ করে জনগণের রায় প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা দেয়া করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে’।

তিনি আরও বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য ভাবে কম হয়েছে। একই সঙ্গে আজকে অনুষ্ঠিত ২৯৯টি নির্বাচনী আসনের ৪০ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ১২ টি নির্বাচনে আসনের মাত্র ১৬ টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। এমনকি নির্বাচনে ভোট ভোটারদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক।

এসময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামুসনাহার চাঁপা, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা ইকবাল আর্সেনাল প্রমুখ।

Bootstrap Image Preview