Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নো স্টেটমেন্ট’ বলে ফিরে যান যুক্তরাজ্যের হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। তবে নির্বাচনের বিষয়ে কিছুই বলেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেছেন ‘নো স্টেটমেন্ট’।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১৩ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ‘নো স্টেটমেন্ট’ বলে (কোনো মন্তব্য নয়) ফিরে যান তিনি। 

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরির্দশন শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের উদ্দেশে বেলা পৌনে ১১টায় ঢাকা-১০ আসনের এই ভোটকেন্দ্র ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার।

উল্লেখ্য, বাংলাদেশে দায়িত্ব নেয়ার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ মিশনে কর্মরত ছিলেন। লন্ডনের বাসিন্দা ব্লেক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেয়ার পর লন্ডনে প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি।

ইসলামাবাদ মিশনে যোগ দেয়ার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কনফ্লিক্ট গ্রুপ’র প্রধান ছিলেন ব্লেক। যুক্তরাজ্যের স্বার্থ জড়িত এমন যেসব অঞ্চলে সংঘাত রয়েছে, সেখানে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে ‘কনফ্লিক্ট গ্রুপ’।

প্রসঙ্গত, এর আগে ভোটের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার। এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় তানিয়া ফস্টারসহ কয়েকজন বিদেশি নাগরিক কেন্দ্র পরিদর্শন করেন।

Bootstrap Image Preview