Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘোষণার আগেই ফলাফল বর্জন আব্বাস দম্পতির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের আসনে যে ফলাফলই হোক তা বর্জনের ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস দম্পতি।

রবিবার বিকেল ৪টায় রাজধানীর শাহজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

মির্জা আব্বাস বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সে নির্বাচন দেশের জন্য প্রয়োজন নেই। এই ধরনের নির্বাচন যদি আগামীতে হয় তাহলে তাতে অংশগহণ করব না।

তিনি বলেন, এই যে আজ নির্বাচন হলো এই নির্বাচনের ফলাফল বর্জন করছি।

এর আগে সকালে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং ভোটারদের নানা অভিযোগে ভোট না দেয়ার সিদ্ধান্ত নেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও তার স্ত্রী ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে তারা নানা বিষয়ে অভিযোগ পেয়ে নিজেদের ভোটপ্রদান থেকে বিরত থাকেন।

Bootstrap Image Preview