Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ভোটকেন্দ্রে পেট্রোল বোমা বিস্ফোরণ, আ'লীগ কর্মী আহত

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:২৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেট্রোল বোমা বিস্ফোরণ ও বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৃথক এই দুটি ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-৫ আসনের ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু সকাল ১০টার দিকে বিএনপির এক নেতা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পেট্রোল বোমাটি বিদ্যালয়ের ছাদে বিস্ফোরিত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

এছাড়া বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট দিয়ে বাড়ি ফিরছিল আব্দুল কুদ্দুস (৬৬) নামে আওয়ামী লীগের এক কর্মী। পথিমধ্যে বেলকুচি গ্রামের বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্মীর উপর হামলা চালায়। হামলাকারীদের মারপিটে আব্দুল কুদ্দুস আহত হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুহুল আমীন বলেন, ঘটনাটি ভোট কেন্দ্রের বাহিরে হওয়ায় আমি অবগত নই। তবে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

উপজেলার মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুস ছালাম বলেন, বিদ্যালয়ের ছাদে বিকট শব্দে পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। অল্পের জন্য এক নারী আনছার কর্মী রক্ষা পেয়েছেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় নৌকা সমর্থক আহত হওয়ার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। 



 

Bootstrap Image Preview