Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নির্বাচন বর্জন করলেন হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM

bdmorning Image Preview


এবার ভোট বর্জন করলেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ক্ষিপ্ত হয়ে ভোট বর্জন করেন তিনি। এ সময় হিরো আলম পুনরায় নির্বাচন দাবি করেন।

আজ রবিবার বিকেলে শহরতলির হোটেল নাজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হিরো আলম। এ সময় নিরপেক্ষ ও সঠিক নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় তিনি নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।

দুর্বৃত্তদের হামলার বিষয়ে হিরো আলম বলেন, আমাকে এতো ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দিবেন না। সন্ত্রাসীরা কেন আক্রমণ করবে।

তিনি সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ করেই একদম দুর্বৃত্ত তার উপর হামলা করে, তাকে মারধর করে। এ জন্যই তিনি ভোট বর্জন করেন বলেন বলে জানান তিনি।

হিরো আলম জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও মহাজোট প্রার্থী তাকে ভয় পান। তাই অধিকাংশ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বগুড়া-৪ আসনে মহাজোট প্রার্থী জাসদ (ইনু) নেতা রেজাউল করিম তানসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, শুধু হিরো আলম নয়; কোনো প্রার্থীকেই ভোটদানে বাধা দেওয়া হয়নি। বরং কেন্দ্র দখলে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের হামলায় আজিজুল ইসলাম নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। 

Bootstrap Image Preview