Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত ভৈরব ও কুলিয়ারচরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর প্রাথমিক বিদ্যালয় ও ঝগড়ারচর প্রাথমিক বিদ্যালয়ে আ'লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্য লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুটি কেন্দ্রই আধা ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এসে ভোটগ্রহণ শুরু করে।

এদিকে ভৈরব শহরের কমলপুর ঘোড়াকান্দার আফতাবুলউলুম মাদ্রাসাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভোট দিতে গেলে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া শনিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে দুর্বত্তরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতায়ের চেষ্টা করলে    প্রিজাইডিং অফিসার বাধা দেয়।

আইনশৃংখলা বাহিনী এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩৫ রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বত্তরা পালিয়ে যায়।  এই আসনে ১৩৭ টি কেন্দ্রে আর কোথাও কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ-৬ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৩৭ জন। 

এদিকে বিএনপি প্রার্থী শরীফুল আলম দাবি করেছেন, এই আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলেনি। এজন্য নিজের ভোট বর্জন করে ভোট দেননি বলে জানান তিনি। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন, আমাদের সন্দেহ ছিল ভোটাদের উপস্থিতি কম থাকবে। কিন্তু ভোট কেন্দ্রে এসে ভিন্ন চিত্র চোখে পড়ল। ভোটাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অত্যন্ত খুশি।

তিনি দাবি করছেন ভৈরব-কুলিয়ারচর এলাকার সকল ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট প্রদান করছে।

জয়ের বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন।

Bootstrap Image Preview