Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটকেন্দ্র ছেড়ে ডিসির কার্যালয়ে বিএনপির প্রার্থী অবস্থান কর্মসূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


ভোট জালিয়াতির অভিযোগ জানিয়ে জেলা প্রশাসক আহমেদ কবীরের কার্যালয়ের সামনে একঘণ্টা অনবস্থান কর্মসুচী পালন করেছেন জামালপুর-৫ সদর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

আজ রবিবার জেলা প্রশাসক আহমেদ কবীরের কার্যালয়ে এক ঘণ্টা অবস্থান নেন। এক ঘণ্টা পরে জেলা প্রশাসক তাঁকে কার্যালয় থেকে সরিয়ে দেন। সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর এ ঘটনা ঘটে।

এরপর সকাল সাড়ে ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে বিভিন্ন ভোটকেন্দ্রে রাতের বেলা সিল মারা হয়েছে। আজকে সকাল থেকে প্রায় ৪৫টা কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয় নাই। কয়েকটি জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা করা হয়েছে। কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ‘এখন কেন্দ্রগুলো দখল করে সিল মারা হচ্ছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সাথে আমি রাতে কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, সকালেও চেষ্টা করেছি। তিনি ফোন রিসিভ করেন না। এখন সকাল প্রায় সাড়ে  ৯টা বাজে, উনি কার্যালয়ে আসেন নাই। এ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তায় আমার জানামতে, প্রায় ফিফটি পারসেন্টের অধিক কেন্দ্র দখল করে সিল মারা হয়েছে।’

Bootstrap Image Preview