Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:০৩ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:০৩ PM

bdmorning Image Preview


ভোটের পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালোই। দুয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নোয়াখালীর একটা জায়গায় গণ্ডগোলা হয়েছে বোধ হয়। আর চট্টগ্রামের দুয়েকটা জায়গায় স্থগিত আছে ভোট।'

সকাল পৌনে ১১ টার পর রাজধানীর উত্তরার ৫ নম্বরে সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূরুল হুদা।

বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই জাল ভোট দেওয়া এবং কেন্দ্রে ধানের শীষের প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলো ঢাকায় বসে তো নিয়ন্ত্রণ করা যাবে না। তাদের নির্দেশ দেওয়া আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে।'

তিনি বলেন, তারা চেষ্টা করবে নিয়ন্ত্রণে রাখতে।পরিস্থিতি যদি তাদের নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে ভোট বন্ধ করে দেওয়ার নিয়ম আছে। এটাতো যারা দেশব্যাপী নির্বাচনের দায়িত্বে আছে তারা দায়িত্ব পালন করে যাবে।'

Bootstrap Image Preview