Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় ধানের শীষের ৫ প্রার্থীর ভোট বর্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:৪১ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:৪১ PM

bdmorning Image Preview


চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে খুলনার ৫টি আসনে ভোট বর্জন করেছেন ধানের শীষ প্রতীকের ৫ প্রার্থী।

তারা হলেন- খুলনা-১ আসনের বিএনপির প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ।

কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং পুলিশের বিরুদ্ধের ভোট জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন তারা।

একইসঙ্গে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব।

রোববার দুপুর ১২টার পর এই ৫ প্রার্থী সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ভোট বর্জন করেন। রকিবুল ইসলাম বকুল দাবি করেছেন, পুলিশ ও সরকারি কর্মী-সমর্থকেরা তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে।

Bootstrap Image Preview