Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা ১৩: ইভিএমে যান্ত্রিক গোলযোগ, ২ বুথে ভোট বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহন হচ্ছে ঢাকা ১৩ আসনে। যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকেই এই আসনের ২ টি বুথে ইভিএম-এ ভোট গহণ বন্ধ রয়েছে।

এই আসনের ৫৯ নং কেন্দ্রের ৮ নং বুথ এবং ৪১ নং কেন্দ্রের একটি বুথে  ইভিএম মেশিনে যান্ত্রিক সমস্যার কারণে ভোট গ্রহন বন্ধ রয়েছে।

সকালে ৫৯ নং কেন্দ্র মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রের ৮নং বুথে সকাল থেকেই ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রের প্রজাইডিং অফিসার সুপন কুমার বিশ্বাস বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে সকাল থেকে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত যারাই ভোট দিতে আসছেন তাদের আমরা বলে দিচ্ছি পরে এসে ভোট দিতে। প্রয়োজনে বিকাল ৪টার পরেও ভোট গ্রহণ করা হবে।

ইসির টেকনিক্যাল অফিসার রাসেল মাহমুদ বলেন, কন্ট্রোল রুল থেকে লোক আসছে। তারা এসে সমস্যা নির্ধারণের পর আসলে কি হয়েছিল বলা যাবে।

কেন্দ্রে দায়িত্বরত আদাবর থানার সাব ইন্সপেক্টর আসলাম বলেন, প্রিজাইডিং অফিসার ও বিভাগীয় কমিশনারের সাথে কথা হয়েছে প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

অন্যদিকে এই আসনের ৪১ নং কেন্দ্রের ১টি বুথে ইভিএমে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, দেড়টা নাগাদ সমস্যার সমাধান করে ভোট গ্রহন শুরু করা হবে।

কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ফৌজিয়া জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে ডাটা আসতে সমস্যা হচ্ছে। তাই আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview