Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা সদর-২ঃ ভোট দিলেন মোস্তাক আহমেদ রবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরা সদর-২ আসনে ব্যাপক উৎসব উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।  

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে সাতক্ষীরা সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সকালে শহরের সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। 

এসময় তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতিতে মানুষ খুব সহজে স্বল্প সময়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং তাদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করছে। এছাড়া  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান করেন।

পরে এমপি রবি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট দিতে কোন সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইটিং অফিসার মো. ইউনুস আলী বলেন, অবাধ,সুষ্ঠূ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে স্বল্প সময়ে ভোটাধিকার প্রয়োগ করছে।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর আসনের ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৩৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৩শ’৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৬ হাজার ৬শ’৭ জন এবং ১ লক্ষ ৮১ হাজার ৭শ’৬২ জন মহিলা ভোটার রয়েছে।

Bootstrap Image Preview