Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আগে ভোট দিতে সময় লাগত ১৫-২০ মিনিট, এখন ইভিএমে মাত্র ৫ মিনিট'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৩ AM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় একাদশ সংসদ নির্বাচন। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো দেশের ৬টি আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা ১৩ আসনে ৩৩-৩৪ নং ওয়ার্ডের কেন্দ্রগুলো ঘুরে ভোটার ও প্রার্থী এজেন্টদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে এলাকার  জনগণের মধ্যে ইভিএম নিয়ে একটা আতঙ্ক ছিল তা এখন আর নেই।

জাফরাবাদ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নুর জাহান বেগম জানান,  এই আসনে এবার নিয়ে তৃতীয়বারের মতো ভোট দিচ্ছি। আগে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছি। কিন্তু এবার ইভিএমে খুব কম সময়ে ভোট দিতে পেরেছি।

তিনি বলেন, ব্যালটে ভোট কারচুপি করার সুযোগ থাকলেও ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এটি একটি জনসমর্থিত প্রদ্ধতি।

ঢাকা স্টেট কলেজের সত্তোর্ধ মোরসেদ আলমের সাথে কথা হলে তিনি বলেন, ইভিএমে সহজে ভোট দিতে পেরে ভালো লাগছে। আগে ভোট দিতে সময় লাগত ১৫-২০ মিনিট কিন্তু এখন ইভিএমে মাত্র ৫ মিনিটে ভোট দিতে পেরেছি। সারা দেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা উচিত।

৩৪ নং ওয়ার্ডের আলীগের সহসভাপতি ইউনুস খান বলেন, এবারের নির্বাচনে ইভিএম নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছিলো কিন্তু এখন তা কেটে গেছে।

এই ওয়ার্ডে সতন্ত্র প্রার্থী হিসেবে ২ বার কমিশনার পদে নির্বাচনে অংশগ্রহনকারী শেখ মোহাম্মদ খোকন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে কম সময়ে ভোট দিতে পেরে সকলে আনন্দিত। ভোটর আগে ইভিএম নিয়ে আতঙ্ক থাকলেও এখন তা নেই।

প্রথমবারের মতো ভোট দিতে আসা রুনা পারভিন বলেন, ইভিএমে ভোট প্রদান আমার কাছে সহজ মনে হয়েছে। সারা দেশে এ পদ্ধতিতে ভোটগ্রহন করা উচিত।

জাপা প্রার্থী ইঞ্জি মো: মুরাদ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোনো সমস্যা না হলে আমাদেরই জয় হবে।

Bootstrap Image Preview