Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কে কোথায় ভোট দিবেন আওয়ামী লীগের হেভিয়েট প্রার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১২ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১২ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গহণ শুরু। সকালে সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোট দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে  ভোটারদের দুর্ভোগের কথা ভেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই কারণে গত সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি।

এর বাইরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের মধ্যে দু-একজন ঢাকার ভোটার হলেও তারা নিজেদের নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তাদেরও ভোট দেয়া হবে না। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের মধ্যে প্রায় সবাই-ই নিজের এলাকায় ভোট দেবেন। দুপরের আগেই ভোট দিয়ে বাকি সময় অন্য কেন্দ্র পরিদর্শন করবেন এবং খোঁজখবর রাখবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫৪ (সুধাসদন), ৫ নম্বর ধানমণ্ডি, ঢাকার ভোটার। তিনি ধানমণ্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরপরই তার ভোট দেয়ার কথা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পীরগঞ্জ ইউনিয়নের লালদীঘি ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি পীরগঞ্জ। দশম সংসদ নির্বাচনে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা এমপি হন। পরে প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসন থেকে এমপি হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ঝালকাঠি-২ আসনের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানী ঢাকার শান্তিনগরের ভোটার। নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে তার ভোট দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজ এলাকা ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ভোলা-১ আসনে তিনি নৌকার প্রার্থী।

দলের সভাপতিমণ্ডলীর সসদ্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুরে তার এলাকা সালথার রাহুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেবেন। তিনি ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থীও। সিলেট সদরের ভোটার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার নির্বাচন করছেন না। তার ভাই একে আবদুল মোমেন সিলেট-১ (সদর) আসনের নৌকার প্রার্থী। তিনি ভোট দেবেন নগরীর দুর্গাকুমার পাঠশালা ভোট কেন্দ্রে। এর আগে সিটি নির্বাচনেও তিনি এই কেন্দ্রে ভোট দেন।

শেরপুর-২ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বানেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী। তিনি এলাকার বেড়ী পোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি তার নিজের এলাকা উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেবেন। সিলেট-৬ আসনের নৌকার প্রার্থী প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজের এলাকা বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ নয়াগ্রামের পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ সদরের ভোটার।

তিনি ভোট দেবেন গোপালগঞ্জ এসএম মডেল হাইস্কুল কেন্দ্রে। ফরিদপুর-৩ আসনের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শহরের রাজেন্দ্র কলেজ কেন্দ্রে ভোধিকার প্রয়োগ করবেন। ফরিদপুর-৪ আসনের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফরউল্লাহ তার নিজ গ্রামে কাজী ওয়ালিউল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আবদুর রাজ্জাক টাঙ্গাইল-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক গোপালগঞ্জ-১ আসনে নৌকার প্রার্র্থী। তিনি ভোট দেবেন বেজড়া জসিমুন্নেসা উচ্চবিদ্যালয় কেন্দ্রে।

Bootstrap Image Preview