Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ এলাকায় ভোট দেবেন আইনমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:০০ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:০০ AM

bdmorning Image Preview


রাত পোহালেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এ দিন আইনমন্ত্রী আনিসুল হক রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে ২০১৪ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এমপি নির্বাচিত হন। দায়িত্ব পান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ৩০ ডিসেম্বর দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আইনমন্ত্রী তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক এক পথসভায় বলেন, কসবা-আখাউড়ায় জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। গত ৫ বছরে আমার পরিকল্পনার ৯৮ ভাগ বাস্তবায়ন করেছি। সুতরাং জনগণ আমাকে বিমুখ করবে না বলে বিশ্বাস করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে আমাকে ভোট দেবেন বলে আশা রাখি।

Bootstrap Image Preview