Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, জুন ২০২৪ | ৩ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের ফলাফল ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের পক্ষে আসবে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview


জনগণ যদি ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারে তাহলে ভোটের ফলাফল ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের পক্ষে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা আলমগীর বলেন, আজ নির্বাচনের আগের দিন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। আজ ঠাকুরগাঁওয়ে আসার পর খবর নিলাম আমার নির্বাচনী আসনে প্রায় ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০ থেকে ২৫টার মতো মামলা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ চেম্বারের পরিচালক, কেউ বড় ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যান সমাজের সম্মানিত ব্যাক্তি। জেলার এসব শীর্ষ স্থানীয় নেতাদের গ্রেফতার পরিকল্পিতভাবে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ সারা দেশে বিএনপির নেতা কর্মীদের লাগামহীন ভাবে গ্রেফতার করা হচ্ছে ও মামলা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন থেকে লেভেল প্লেইং ফিল্ড বলে যে কথাটা বলা হচ্ছে এটার অস্থিত্ব একিবারই নেই। আজকের এই পরিস্থিতিতে কোন ক্রমেই একটা গ্রহণযোগ্য নির্বাচন কখনই হতে পারেনা। অবাধ নিরপেক্ষ নির্বাচন তো বাদেই দিলাম।

তিনি বলেন, এভাবে তো একটা দেশ চলতে পারেনা জনগণকে রাজনৈতীক দলের নেতাকর্মীদের এমন হয়রানি করে লাভ কি? বলে দিলেই হয় উনারা আজীবন থাকবেন সারাজীবন থাকবেন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এভাতো একটা দেশ চলতে পারেনা। গণতন্ত্র যদি না থাকে মানুষের নূণ্যতম অধিকার যদি না থাকে। নির্বাচন যেদিকে যাচ্ছে অর্থহীন হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview