Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় ১৩ লাখ ভোটসৈনিকের জন্য প্রস্তুতি সম্পন্ন

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ পরিবেশে ভোলার ৪টি আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল চোখে পড়ার মত। সকাল থেকে ভোলার গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় নৌ-বাহিনীর টহল ছিল ব্যাপক। আগামীকাল ৩০ ডিসেম্বর রবিবার ভোলায় এবারের নির্বানে ভোট দিতে উন্মুখ ১২ লাখ ৭৩ হাজার ৮শ’ ২১ জন ভোটার।

ভোলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলায় ৮ শত নৌবাহিনীর সদস্য, ৮ প্লাটুন (১৯৬জন) বিজিবি, ১৮ প্লাটুন কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি ১ হাজার ৭শ’ পুলিশ এবং ১ হাজার ৫শ’ ৬০ জন আসনার সদস্য দায়িত্ব পালন করবে।

এ ছাড়াও ২ জন অফিসারের নেতৃত্বে র‌্যাবের ৮টি টিম ভোলার ৪টি নির্বাচনী আসনে সার্বক্ষণিক টহলের দায়িত্বে রয়েছে। এ ছাড়া জেলার ৪টি আসনে ৫শ’ ১ জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৮শ’ ৪৮ জন সহকারী প্রিজাইডিং এবং ৫ হাজার ৭শ’ পোলিং অফিসারসহ মোট ৯ হাজার ৪৯ জন কর্মকর্তা-কর্মচারী ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ভোলা-১ (সদর) আসনে ভোট কেন্দ্র ১১৩, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১১২, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৫ এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৩৬টি ভোট কেন্দ্রসহ জেলায় মোট ৪৭৬টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্র দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

এদিকে শেষ পর্যন্ত ভোলার ৪টি সংসদীয় আসনে মোট আওয়ামী লীগের-৪, বিএনপির-৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের-৪, জাপা’র-২ এবং স্বতন্ত্র-১ জনসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।  

সূত্রে আরও জানা যায়, ভোলা-১ আসনে মোট ভোটর ৩,১০,০৪৮ জন। এর মধ্যে নারী ১,৫১,৯১৬ ও পুরুষ ১,৫৮,১৩২ জন। ভোলা-২ আসনে মোট ভোটার ২,৯৭,২২১ জন। এর মধ্যে নারী ১,৪৫,০০৫ ও পুরুষ ১,৫২,২১৬ জন। ভোলা-৩ মোট ভোটার ২,৯৩,৬০৪ জন। এর মধ্যে নারী ১,৪৫,০৮৬ ও পুরুষ ১,৪৮,৫১৮ জন। এবং ভোলা-৪ মোট ভোটার ৩,৭২,৯৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১,৮০,৭৩৪ ও পুরুষ ১,৯২,২১৪ জন।

ভোলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীরা হচ্ছেন:  ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, বিএনপির গোলাম নবী আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইয়াছিন নবীপুরী, জাপা’র কেফায়েত উল্লাহ নজিব। ভোলা-২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল, বিএনপির হাফিজ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এম ওবায়দুর রহমান বীন মোস্তফা; ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন, বিএনপির মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো: মোসলেহ উদ্দিন, জাপা’র মো: নুরনবী সুমন এবং ভোলা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিএনপির নাজিম উদ্দিন আলম, ইসলামী আন্দোলনের মাওলানা এ্যাডভোকেট মো: মহিবুল্লাহ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। তিনি আশা করছেন শান্তিপূর্ণভাবেই ভোলায় ভোট গ্রহণ শেষ হবে।

Bootstrap Image Preview