Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইল বন্ধ রেখে ভোট দিতে হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। তবে তা বন্ধ রাখতে হবে। নির্বাচনী তথ্য কনিকা-২৫ এ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ভোট কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে সেটি অবশ্যই বন্ধ রেখে বুথে প্রবেশ করতে হবে। বুথে কেউ মোবাইল চালুর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শনিবার (২৯ ডিসেম্বর) সচিব হেলালুদ্দীন আহমেদও বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। তবে সেটি অবশ্যই বন্ধ রাখতে হবে। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Bootstrap Image Preview