Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে সেনাবাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সেনাবাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এ তথ্য জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান বলেন, সারাদেশে সেনাবাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও সেনাসদস্য নিয়োজিত করার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

গত কয়েকদিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরে জেনারেল আজিজ বলেন, বিগত ৪৭ বছরে এমন পিসফুল পরিবেশ দেখিনি। ঢাকার বাইরে সবাই আশ্বস্ত যে এবার সুন্দর পরিবেশে নির্বাচন হবে।

কয়েকটি স্থানে সহিংসতার বিষয়ে সেনা প্রধান বলেন, সেটা খুবই কম। আর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হয়েছে, কোথায় কোথায় ঝুঁকি আছে। সে ব্যাপারে তথ্য নিয়ে কাজ করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, ‘আমরা অতীতে দেখেছি যারা নির্বাচনে হেরে যায়, তারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে থাকে। এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক থাকবো। সেনাবাহিনীর প্রধান হিসেবে বলবো, আমিও এ দেশের সাধারণ একজন নাগরিক। বিগত ৫ থেকে ৭ দিন ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, গত ৪৭ বছরে এত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমি দেখিনি। নির্বাচনে কিছু না কিছু সহিংসতা হয়। এবারও যে একদম হয়নি তা নয়। তবে এর সংখ্যা অনেক কম।’

তিনি বলেন, ‘সকল ভোটারকে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি। অন্যান্য বাহিনীর পাশাপাশি আমরা আশপাশেই থাকবো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো যেন কেউ অরাজকতা করতে না পারে। সেটিই আমাদের লক্ষ্য থাকবে।’

এসময় সেনাপ্রধান বলেন, ‘আমরা পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি টিম হিসেবে একই সঙ্গে কাজ করবো। কাউকে যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য আমরা কাজ করবো। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের মধ্যে যাতে কোনও ভয়ভীতি কাজ না করে সেজন্য টহল ও নিরাপত্তা বাড়িয়ে দেবো। দিন শেষে আমরা সুন্দর ও সুষ্ঠু একটা নির্বাচন চাই।’

তিনি বলেন, আমি প্রত্যেক ডিভিশনে ও বিভিন্ন জেলায় গিয়েছি। প্রত্যেক জায়গায় আমার সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, কোথাও কোথাও রিটার্নিং কর্মকর্তাও ছিলেন। এছাড়া বিজিবি-র‌্যাবসহ অন্য প্রতিনিধিরাও ছিলেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘নির্বাচনে সার্বিক নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সদস্যসহ অন্যদের সঙ্গে কথা হয়েছে। আমি গত পাঁচদিন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। অত্যন্ত চমৎকার পরিবেশ দেখেছি। কোথাও হুমকি আছে কিনা তা জানার চেষ্টা করেছি।’

সীমান্ত এলাকার বিষয়ে তিনি বলেন, ‘সেসব এলাকায় সেনাবাহিনীর টহল বাড়ানোর নির্দেশনা দিয়েছি, যাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়া আমাদের দেশের সংখ্যালঘু ও নিরীহরা যাতে ভোটকেন্দ্রে নিরাপদে যেতে পারেন সেজন্য সেনা সদস্যরা বিভিন্ন জায়গায় টহলে যাচ্ছে।’

এর আগে একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়। এরপর সেনাবাহিনী প্রধান শনিবার রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

Bootstrap Image Preview