Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। গত তিন দিন ধরে দিনে-রাতের গড় তাপামাত্রা উঠানামা করছে ৭ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে তীব্র শীত।

তীব্র শীতে উত্তরাঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোটের দিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আগাম বার্তা দিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।

রাজশাহী আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ সেলের দেওয়া তথ্য মতে, চলতি শীত মৌসুমে শনিবার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, তিন দিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে হলেই সেটিকে শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

Bootstrap Image Preview