Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জ-৬: ১৩৭ কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) ১৩৭টি কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নিবাচর্নে কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার ভৈরব ও কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং আফিসারের কার্যলয় থেকে ১৩৭টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদেরকে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের নির্বাচনী কাজে ব্যবহৃত সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। তারা ওইসব প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরাপত্তাকর্মী নিয়ে যার যার কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

ভৈরব উপজেলা সহকারি রিটারিং কর্মকর্তা ইসরাত সাদমীন জানান, কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচনে ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ, ১২ জন আনসার সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

তাছাড়া পুলিশের মোবাইল টিমসহ বিজিপি, র‌্যাব ও মোবাইলটিম থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নির্বাচনি এলাকাগুলোতে টহল দিবে বলে তিনি জানান।

কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসন পাপন, বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম, জাতীয় পার্টির প্রার্থী এন.কে সোহেল, ইসলামী ফ্রন্টের প্রার্থী হাজী রুবেল হোসেন, ইসলামী বাংলাদেশ দলের প্রার্থী মোঃ মোছা খাঁন।  এ আসনে ভৈরব-কুলিয়ারচরে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫শ' ৩৭।

Bootstrap Image Preview