Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের আগের দিন আ’ লীগ প্রার্থীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপির স্ত্রী নিলুফার ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোটের মাত্র একদিন আগে মারা যাওয়ায় নূরুল ইসলাম সুজনসহ তার পরিবার ও দলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকাল সাড়ে দশটায় নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত ২৩ ডিসেম্বর তিনি নিউমেনিয়ায় আক্রান্ত হলে তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ২৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৮ ডিসেম্বর তাকে এ্যায়ার অ্যাম্বুলেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আগামী ৩১ ডিসেম্বর বাদ জোহর পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের মহাজন পাড়া এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের স্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকসহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

Bootstrap Image Preview