Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জের ৪০২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের ৬টি আসনে ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০২টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোটারদের মনেও সহিংসতার আশঙ্কা রয়েছে। অবশ্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবি সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ৬টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোটের সময় পুলিশের ৭৮টি মোবাইল টিম ও ১৬টি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। আর এ জেলায় নির্বাহী দায়িত্ব পালন করবেন ৩৭ জন ম্যাজিস্ট্রেট।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার সিদ্দিকা বলেন, নির্বাচনে সিরাজগঞ্জের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঢাকা থেকে আসা ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন ৫১০ জন সেনাসদস্য, ১৭০ জন র‍্যাব, ৩৬০ জন বিজিবি, ১ হাজার ৬৫১ জন পুলিশ সদস্য আর ১০ হাজার ১২৮ জন আনসার সদস্য। সেনা সদস্যের মধ্যে ১৫০ জন জেলা সদরে ক্যাম্পে রির্জাভ থাকবেন।

ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলেও জানান তিনি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ (র‍্যাব) এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ রায়হান খালেক বলেন, নির্বাচনের জন্য ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭০ জন র‍্যাব সদস্য সিরাজগঞ্জ জেলায় টহলের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। 

ইতিমধ্যে বহিরাগতদের অবস্থান ঠেকাতে সব আবাসিক হোটেলে রাখা হয়েছে কঠোর নজরদারি। এছাড়াও হোটেলের রেজিস্ট্রার চেকসহ কাউকে সন্দেহ হলে প্রয়োজনে কক্ষে নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Bootstrap Image Preview