Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলের ১ হাজার ১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের আটটি আসনের ১ হাজার ১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শনিবার সকাল থেকে পাঠানো শুরু হয়েছে।

৮টি আসনে ১১টি পৌরসভা ও ১১৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২৭ লাখ ৮২ হাজার ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৮ হাজার ২৮৮ জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৯৭ জন। ১ হাজার ১টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৫ হাজার ৬৩২টি রয়েছে।

জেলায় মোট প্রিজাইডিং অফিসার ১ হাজার ৫১ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫ হাজার ৩৩২ জন, পোলিং অফিসার ১১ হাজার ২৬৪ জন, সর্বমোট ১৭ হাজার ৮৯৭ জন তাদের ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ ও ১০ জন আনছারসহ ১১ দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ১৩টি টিম, ১৫ প্লাটুন বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি আসনে ৫ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৮টি আসনে ৪০ জন দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী আসনের ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালীসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ট্রাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে গঠিত আসনগুলো হচ্ছে মধুপুর-ধনবাড়ি নিয়ে টাঙ্গাইল-১, গোপালপুর-ভুঞাপুর নিয়ে টাঙ্গাইল-২, টাঙ্গাইল-৩ (ঘাটাইল), টাঙ্গাইল-৪ (কালিহাতী), টাঙ্গাইল-৫ (সদর), নাগরপুর-দেলদুয়ার নিয়ে টাঙ্গাইল-৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) ও বাসাইল-সখীপুর নিয়ে টাঙ্গাইল-৮ আসন।

Bootstrap Image Preview