Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্গম পাহাড়ি ৩৪ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে হেলিকপ্টারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৯ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৯ AM

bdmorning Image Preview


রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি ১১ উপজেলার ৩৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

দুর্গম এসব উপজেলায় সড়কপথে যোগাযোগের ব্যবস্থা না থাকায় জেলা নির্বাচন অফিস এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আলাদাভাবে এ কার্যক্রম চলে। নির্বাচনের পর আবার হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আসা হবে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাঙামাটির ৫ উপজেলার ১৮টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এর মধ্যে জুরাছড়ি উপজেলায় ৬, বরকল উপজেলার ২, বাঘাইছড়ি উপজেলায় ৬, বিলাইছড়ি উপজেলায় ৩ ও রাজস্থলী উপজেলায় ১টি দুর্গম ভোটকেন্দ্র রয়েছে।

খাগড়াছড়িতে ১৮৭ ভোটকেন্দ্রের মধ্যে লক্ষ্মীছড়ি ও দীঘিনালার ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকাপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। লক্ষ্মীছড়ির ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসার জাহিদ ইকবাল জানান, গতকাল সকালে উপজেলার দুর্গম শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে একইভাবে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

অন্যদিকে বান্দরবানের ১৭৬ কেন্দ্রের মধ্যে ৪ উপজেলার ১৩টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে-আলিকদম উপজেলার মাংরুমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামহুরী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, থানছি উপজেলার রেমাক্রি ইউনিয়নের রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মোদক বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটমোদক সাখইউ কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু ইউনিয়নের তিন্দু গুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাই থোয়াই হ্লা কারবারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের নুনতিয়া হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলেক্ষ্যং ইউনিয়নের দৈয়কুমারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, রাঙামাটির আসনে দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে হলিসর্টির মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। এর আগে রাঙামাটি আসনের মোট ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৩৬টি ‘গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়। এর মধ্যে সড়ক যোগাযোগের সুবিধা না থাকায় ‘ঝুঁকিপূর্ণ’ ২১ কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রগুলো হলো-বরকল উপজেলার সিএমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়; জুড়াছড়ি উপজেলার ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়, বস্তিপাড়া ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়; বিলাইছড়ি উপজেলার বড়থলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাংজাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইমংছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; বাঘাইছড়ি উপজেলার শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা রিটার্নিং অফিসার ও রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, রাঙামাটি আসনে সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত আমরা। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Bootstrap Image Preview