Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ৪টি আসনে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ জেলায় ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপারসহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী ইতোমধ্যে উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দফতরে পৌঁছে গেছে।

এগুলো কেন্দ্রভিত্তিক ভাগ করে বস্তাভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এবার জেলার ৪ টি আসনে ভোটকেন্দ্র থাকবে ৫'শ ৭৮টি আর ভোটগ্রহণ কক্ষ থাকবে ২ হাজার ৬'শ ৩৫ টি।

এ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন। নির্বাচনে নিরাপত্তা ও ভোটগ্রহণে সহায়তায় সেনা, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার মিলিয়ে ৯ হাজার ১'শ ১৯ জন মাঠে থাকবে। আর ১৭ জন ম্যাজিস্ট্রেটের সাথে ১৭টি সেনা ও বিজিবি টিম টহলে থাকবে বলে জানিয়েছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা।

Bootstrap Image Preview