Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী-১: নৌকার প্রার্থীর জয়ধ্বণী; জঙ্গি ইস্যুতে ঘরের কোণে আমিনুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


ইতোমধ্যে নির্বাচন কমিশনের আচরণবিধির অংশ হিসেবে সকল রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ৮ টার পর হতে কোন দলই প্রচারণা চালাতে পারবেন না। তবে এই নির্ধারিত সময়ের প্রায় ৫ দিন আগেই প্রচারণ প্রচারণা হতে ছিটকে পড়েছে রাজশাহী-১ আসনের সাবেক এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক।

অন্যদিকে নির্বাচনের ইশতেহার ঘোষণা পর পরই পুরোদমে নির্বাচনী চালাতে শুরু করে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

প্রতীক বরাদ্দের পর হতে বিএনপি–আওয়ামী লীগ প্রচার প্রচারণা তুঙ্গে উঠলেও হঠাৎ করে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গি মদদদাতা হিসেবে পরিচিত হওয়ায় ও এই ইস্যুতে মামলা হওয়ায় গত ৫ দিন হতে একেবারে প্রচার প্রচারণা থেকে ছিটকে পড়েছেন।

অন্যদিক আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওমর ফারুক চৌধুরী টানা ১০ বছর ক্ষমতায় থেকে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উন্নয়নের বার্তা নিয়ে জনগনের কাছে ভোট চাইছেন বেশ খোশ মেজাজেই।

শেখ হাসিনার ইমেজকে কাজে লাগিয়ে আবারও নৌকার জয়ের জন্য ভোট প্রার্থনা করে চলেছেন ওমর ফারুক চৌধুরীসহ সকল স্তরের নেতাকর্মীরা।  ভোট প্রার্থনায় বলছেন আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার কোন ভুল নাই। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন তাই আবারও আমাদের সুখের জন্য শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এছাড়াও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর ১০ বছরের নানান উন্নয়ন তুলে ধরে ভোট চেয়ে রাজশাহী-১ আসনে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ করে নারী ও তরুণ ভোটাররা নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।

গোদাগাড়ী পৌর এলাকার একাদশ শ্রেণীর ছাত্র আল-আমিন বলেন, আমাদের এমপি ফারুক চৌধুরী খুবই ভাল মানুষ। এক বছর আগে আমাদের গ্রামে এসেছিলো আমরা তিনার সাথে ছবি তুলতে চাইলে সাথে সাথেই সকলকে নিয়ে ছবি তুলেন। আমরা ঠিকমতো ছবি তুলতে না পারলে তিনি আমাদের মোবাইল ফোনটি নিজ হাতে নিয়ে সকলকে নিয়ে ছবি তুলেন। তার আন্তরিকতায় আমরা খুবই মুগ্ধ হয়েছি। এছাড়াও আমাদের স্কুল ও কলেজকে সরকারি করায় আগের চাইতে কম বেতনে পড়ালিখা করতে পারছি তাই আমরা সকলেই নৌকার ভোট দিব বলে মন্তব্য করেন।

অন্যদিকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যরিষ্টার আমিনুল হক ১৯৯১-২০০১ এই সময়ের তার হাতে গড়া উন্নয়ন তুলে ধরে ভোট চাইছেন। ব্যারিষ্টার আমিনুল হক ভোট প্রার্থনায় বলছেন আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি এখন সেই রাস্তাগুলোর সংস্কারও করেনি বর্তমান সরকার। তবে তার এসব মন্তব্য ভোটাররা তেমন সাড়া দিচ্ছেন না। বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নগুলোই ভোটারদের বিবেক নাড়া দিচ্ছে।

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিভিন্ন সমাবেশে জঙ্গি মদদদাতা হিসেবে তার সাজা প্রদান ও রাজশাহী অঞ্চলে বাংলা ভায়ের উত্থানের প্রধান নায়ক হিসেবে জনগনের মাঝে তুলে ধরায় ইমেজ সংকটে পড়ছে ব্যারিষ্টার আমিনুল হক। এছাড়াও ব্যারিষ্টার আমিনুল হক এতদিন জনগণের মাঝে তার কোন মামলা নেই বলে প্রচার করে আসলেন নির্বাচন কমিশন হতে প্রকাশিত হলফ নামায় তার নামে ১৯ টি মামলা চলমান, প্রায় ৮-১০ টি মামলায় খালাসের চিত্র তুলে ধরায় তার সকল কিছু ফাঁস হওয়ার ফলে সে আর মুখ খুলে ভোট চাইতে পারছে না।

এখন নির্বাচনি প্রচারণা চালাতে গেলে তার নির্বাচনী গাড়ীতে বিভিন্ন অস্ত্র আছে বলে এমন দাবিতে পুলিশ তাদের গাড়ি তল্লাশি চালাচ্ছে। ফলে বড় কোন ধরনের হয়রানি হতে দূরে থাকতে ভোট প্রচারণা হতে দূরে থাকে ব্যারিষ্টার আমিনুল। এছাড়াও গত কয়েকদিনে নাশকতার অভিযোগে বিএনপির বেশ কিছু নেতাকে আটক করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, সরকারের এমন নগ্ন হস্তক্ষেপ ভাল না। ব্যারিষ্টার আমিনুল হক ভোটের মাঠে ঠিকমত নামতে পারলে ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না।  আমাদের হামলা করে, পোস্টার ছিড়ে, মামলা দিয়ে আটক করাই প্রমাণ করে এই সরকারের কোন জনপ্রিয়তা নাই তাই এমনটি শুরু করেছে।

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বদিউজ্জামান বলেন, ব্যরিষ্টার আমিনুল হক তার নিজের ঈদগাহটি এতদিন ক্ষমতা থেকে উন্নয়ন করেনি। মেঝে ছিলো কাঁচা। এমপি ফারুক চৌধুরী একদিন নামাজ পড়তে গিয়ে সেই ঈদগাহটি চকচকে ঝকঝকে করে দিয়েছে। তাই বলতে চাই ব্যারিষ্টার যে আমলের উন্নয়নের কথা বলছেন সেই টা ধুয়ে মুছে গেছে। তার এমন বক্তব্য মানুষ এখন বুঝে। বর্তমান সরকারের উন্নয়নে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাজশাহী-১ আসনে আবারও নির্বাচিত হবে ওমর ফারুক চৌধুরী।

Bootstrap Image Preview