Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীছড়ির দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেলো হেলিকপ্টারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০২ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ PM

bdmorning Image Preview


লক্ষ্মীছড়ির দুর্গম এলাকার দুটি কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদি সেনাবাহিনীর সহযোগিতায় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

শুক্রবরা বেলা ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদরে অবস্থিত হেলিপ্যাড হতে তাদের তুলে নেয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোট কেন্দ্র হলো ১১টি। ভোট কক্ষ ৩৬টি। দুর্গম দুটি কেন্দ্রে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ হেলিকপ্টারে নির্বাচনী সরজ্ঞাম পৌঁছে দেয়া হয়েছে।

কেন্দ্র দুটির সঙ্গে উপজেলা সদরের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, এমনকি পায়ে হাটার রাস্তাও উন্নত নয়। যে কারণে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে।

Bootstrap Image Preview