Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় র‌্যাবের টহলে জনমনে স্বস্তি 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় টহলে নেমেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) থেকে তারা মাঠে নেমেছে। জানা যায় নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলসহ প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজারের র‌্যাবের দুইটি টহল টিম কাজ করছে।

এবিষয়ে র‌্যাব- ১১ নোয়াখালী ক্যাম্পের হাতিয়ায় দায়িত্ব পালনকারী মেজর মোঃ নাজমুল হক জানান, এখানে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে আমাদের হাতিয়ায় অবস্থান থাকবে।

তিনি আরও জানান, বড় ধরণের সংঘর্ষ সংঘাত ছাড়াই নৌকা, ধানের শীষ ও লাঙল প্রতীক প্রার্থীর প্রচার প্রচারণা চলছে। উপজেলার সর্বত্র প্রতিদিন আওয়ামী লীগ বিএনপি ও লাঙল প্রতীকের প্রার্থীর মিছিল ও মাইকিং এর মধ্য দিয়ে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। মনোনয়ন দাখিলের পর এলাকায় যেভাবে নির্বাচনি সংঘাতের পূর্বাভাস দেখা দিয়েছিল শেষ মূহূর্তের প্রচারণায় সেখানে হাতিয়ায় মোটামুটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে।

উল্লেখ্য, হাতিয়ায় ২৪ তারিখ থেকে নৌবাহিনীর একটি বিশেষ টিম কাজ করছে। এর পাশাপাশি কোস্টগার্ড ও পুলিশের টহল অভিযান বৃদ্ধি পাওয়ায় উৎসব মুখর পরিবেশ ফুটে উঠেছে।

এ প্রসঙ্গে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম বলেন, আমাদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা থাকবে হাতিয়াতে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া, একই সাথে মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

Bootstrap Image Preview