Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে জমে উঠেছে মুন্সীগঞ্জ-১ আসন

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে শেষ মুহুর্তে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা, প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও সমর্থকরা।

সিরাজদিখান-শ্রীনগর এ দুই উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসন, সংসদীয় আসন নং ১৭১, ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৭টি, ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ২'শ ৫৯ ভোট। নারী ভোটার থেকে প্রায় ৯ হাজার, পুরুষ ভোটার বেশি রয়েছে এ আসনে। 

গত ১০ ডিসেম্বর সকালে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-১ আসনে মোট ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ করে নিজ নিজ প্রার্থী এবং মার্কার পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। (সিরাজদিখান-শ্রীনগর) এ দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজারসহ বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন নেতাকর্মীরা।

নির্বাচনী হাওয়ায় মানুষের মধ্যেও আনন্দ ও উল্লাসের পাশাপাশি এক ধরনের ভীতি বিরাজ করছে। দুই দফায় শাহ মোয়াজ্জেমের গাড়ি ভাঙ্গচুর। বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি থানায় অভিযোগ হয়েছে।

এরইমধ্যে বিভিন্ন চায়ের দোকান ও তৃনমূল জনগণের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে কে হতে যাচ্ছেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ? মহাজোটের মাহি বি চৌধুরী নাকি বিএনপি’র শাহ্ মোয়াজ্জেম হোসেন। মাইকিং ক্যানভাসে মার্কা ও প্রার্থীদের গুনগানে মুখরিত হয়ে উঠছে পুরো নির্বাচনী এলাকা।

মহাজোটও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী (নৌকা), বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ্ মোয়াজ্জেম হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইঞ্জিনিয়ার আলহাজ কেএম আতিকুর রহমান (হাতপাখা), জাতীয় পাটি'র এডভোকেট শেখ সিরাজুল ইসলাম (লাঙ্গল), জাকের পার্টির হাজী আতাউর রহমান (গোলাপ ফুল) ও বাংলাদেশের কমিনিস্ট পার্টি’র সমর দত্ত (কাস্তে) দলীয় মার্কা নিয়ে নির্বাচন করছেন।

আসনটি এক সময় বিএনপি'র ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর থেকে বিএনপি'র এই আসনটি দখলে ছিল। গত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ নৌকা প্রতীকে জয়লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পুনরায় জয়লাভ করেন।

ভোটাররা চান যোগ্য, উন্নয়ন, জনগণের জন্য কাজ করবে এবং মাদক-সন্ত্রাস নিমূল করবে এমন যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন বা নির্বাচিত করবেন। 

এদিকে গত কয়েকদিনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে যাওয়ায় থানায় বিএনপি ও আওয়ামীলীগ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে।

বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম বলেন, আমি কোন আইন ভাঙ্গার লোক না। আমি একটা শুষ্ঠু নির্বাচন চাই, ভোটাররা যেন ভোট দিতে পারে।

মহাজোট প্রার্থী মাহি বি চৌধুরী বলেন, শাহ মোয়াজ্জেম সাহেবের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। নির্বাচনে বোমা ফাটবে না, গুলি হবে না, এমন নির্বাচনে শাহ মোয়াজ্জেম মজা পান না।

জাতীয় পার্টি প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, মানুষ প্রচুর সারা দিয়েছে আমাকে ভোট দিবে। একটি সুন্দর সমাজ, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর দেশ গঠনের লক্ষে আমাকে ভোট দেবে। আমি নির্বাচিত হলে একটি সুন্দর সমাজ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলন প্রার্থী কেএম আতিকুর রহমান বলেন, স্বাধীনতার ৪৭ বছর পার হয়েছে, আপনারা অনেক মার্কায় অনেককে ভোট দিয়েছেন। অনেক দলকে ভোট দিয়েছেন, অনেক ভ্রাক্তিকে নির্বাচিত করেছেন। কিন্তু জনগণের কাঙ্খিত পরিবর্তন হয় নাই। জনগণের ভাগ্যের উন্নয়ন না হওয়ার কারণ হল সৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে ব্যর্থ হয়েছি। ভোটাররা শুধু মাত্র মার্কা দেখে ভোট দিলে ভুল করবেন। আপনাদেরকে ব্যক্তি, দল, দলের নীতি দেখতে হবে। তাহলেই আমাদের দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব। 

 

Bootstrap Image Preview