Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ নেই: কাদের

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview


৩০ ডিসেম্বর ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে- এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে ভারত সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় তাদের অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে রুখে দেবে। আমার বিশ্বাস একটা উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোট কেন্দ্র পাহারার নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাহলে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে। দেশে বেশিরভাগ আসনে জনগণ আমাদের বিপুল ভোটে বিজয়ী করবে।

২৮ ডিসেম্বর সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে জানা নেই।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতা যে ভোট বিপ্লবের কথা বলছে, আমি বলবো ভোট বিপ্লব তো হবেই, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। দুর্নীতির জন্য যারা ইতিমধ্যে কুখ্যাত তাদের বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটবে।

Bootstrap Image Preview