Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ জোড়া চোখ তাকিয়ে আছে ৩ লক্ষাধিক ভোটারের দিকে  

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে সকল প্রকার প্রচার-প্রচারণা। গাজীপুর- ৫ (কালীগঞ্জ) আসনে প্রার্থীর সংখ্যাটা পাঁচে থাকলেও বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আ'লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকিকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন জাপা প্রাথী রাহেলা পারভীন শিশির।

বর্তমানে এখানে প্রার্থীর সংখ্যা ৪। এ আসনে ২৮৫ টি এলাকার ১২৮ টি কেন্দ্রের হালনাগাদ ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ৪'শ ৭৬ জন। আর এ সংখ্যক ভোটারের হাতের দিকে তাকিয়ে আছে প্রার্থীর ৪ জোড়া চোখ। 

কার গলায় উঠবে বিজয়ের মালা? চুমকির হ্যাট্রিক জয়, নাকি আরেকবার বিএনপির মিলন, নাকি অন্য কেউ? তবে স্থানীয় ভোটারের মতে এখানে আ'লীগ প্রার্থী প্রতিমন্ত্রী চুমকিই এগিয়ে। কারণ নারী ও তরুণ ভোটাররা চুমকির পক্ষেই যাবে বলে মনে করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে এ আসনে মোট ভোটের ৪৯.৪% নারী ভোটার। আর এক তৃতীয়াংশ তরুণ ভোটার। যারা এবারই প্রথম ভোট দিবেন। আর এই প্রথম ভোট দেওয়া নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের স্বপক্ষেই যাবে। 

কথা হয় গাজীপুর- ৫ আসনের কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড খঞ্জনা গ্রামের যীনাত রহমানের সাথে। তিনি জানান, এবারই তার প্রথম ভোট দেওয়া। তাই তার ভোটটি তিনি যোগ্য লোককে এবং  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই দিবেন। তাছাড়া দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাক তিনি এটাই চান। কারণ তিনি বাংলাদেশের পক্ষে। একই কথা বলেন ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামের ভোটার এমআই লিকন।     

উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, এ আসনে আ'লীগ প্রার্থী চুমকি আপার তথা শেখ হাসিনার নৌকার বিজয়ের সুবাতাস বৈইছে। এখন শুধু বিজয়ের অপেক্ষা। কারণ এ আসনে প্রতিমন্ত্রী সরকারের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার পুরস্কার হিসেবে স্থানীয় ভোটাররা চুমকি আপাকে বিজয় উপহার দিবেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং গাজীপুর- ৫ (১৫৮) আসনের সহকারী রিটার্রিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, ইতিমধ্যে এ আসনের ১২৮টি কেন্দ্রের ভোট গ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তবে এ আসনের কোন কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না। নির্বাচনকে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী, র‌্যাব, বর্ডার গার্ড, পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ যৌথভাবে মাঠে কাজ করছে।   


 

 

Bootstrap Image Preview