Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়, টিকিট পাচ্ছেন না অনেকে

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview


নির্বাচনের আগে ৩ দিনের ছুটিতে গ্রামে যেতে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন শত শত মানুষ। হঠাৎ টিকিট প্রত্যাশীদের চাপে তৈরি হয় দীর্ঘ লাইন। টিকিট পেতে বিলম্বের অভিযোগ করেন যাত্রীরা। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড এবং রেলস্টেশনে ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের ভিড় দেখা গেছে। সেখানে সুমনা নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, লম্বা ছুটি পেয়েছি। এক ধরনের ঈদ ঈদ অনুভূত হচ্ছে। পরিবার নিয়ে ভোট দিতেই সিলেটে যাচ্ছি। অনেক মজা করবো, ভোটও দেব।

যাত্রীদের চাপ সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি উল্লেখ করে বিমানবন্দর রেলস্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত আলাউদ্দিন আহমেদ বলেন, ভোট দেয়ার জন্য মানুষ ট্রেনযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন।

কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় হতাশও হচ্ছেন কেউ কেউ। মোহাম্মদ জারিফ সরকার নামে একজন বলেন, 'রংপুর থেকে আমার খালা এসেছেন কয়েকদিন আগে। এখন ফিরে যেতে চাচ্ছেন। কিন্তু অনেক ঘোরাঘুরি করেও টিকিটের ব্যবস্থা করতে পারলাম না। ভোটের আগে টিকিট পাবো বলেও মনে হচ্ছে না।'

Bootstrap Image Preview