Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দির ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে ৪৫ টিই ঝুঁকিপূর্ণ!

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪১ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বগুড়া- ১ আসন সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে গঠিত। এই আসনটির মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ৬৯ কেন্দ্রের মধ্যে ৪৫ টিকে ঝুঁকিপূর্ণ ও ২৪ টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন তফসিল ঘোষণার পর নাশকতার ঘটনায় ১১ টি মামলা দায়ের হয়েছে, বগুড়া-১ আসনে। এসব মামলার মধ্যে মাইকে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার মামলা রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি ২-৩ টি কেন্দ্রে একটি করে মোট ৮০ টি মোবাইল টিম, উপজেলায় একটি করে ১৩টি স্টাইকিং ফোর্স টিম থাকবে। এ টিমের প্রতিটিতে ১০ জন করে পুলিশ সদস্য থাকবেন।

পুলিশ লাইন্স ও থানায় স্টান্ডবাই থাকবেন ৪০ জন পুলিশ সদস্য। টিমে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।

এছাড়া উপজেলায় ৫০ জন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।


 

Bootstrap Image Preview