Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহীন আকতারের সমর্থনে উখিয়ায় বদির পথসভা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:১২ AM

bdmorning Image Preview


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত শাহীন আকতার চৌধুরীর সমর্থনে উখিয়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উখিয়ার কোটবাজার স্টেশনে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে নতুন বিজয় হবে। আর সে বিজয়টি হবে জননেত্রী শেখ হাসিনার।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। উখিয়া-টেকনাফে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র শুরু করেছে তা ভেসে যাবে।

এমপি বদি আরও বলেন, স্বাধীনতার মার্কা নৌকা, নৌকা উন্নয়নের মার্কা। অপরদিকে ধানের শীষ যুদ্ধাপরাধীদের মার্কা, দুর্নীতির মার্কা, পেট্রোল বোমার মার্কা। বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাগারে আছেন। তাই তার দলের প্রার্থী বিএনপি নেতা শাহজাহান চৌধূরী নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।

এমপি বদি বলেন, গত ১০ বছরে উখিয়া-টেকনাফের চেহারা বদলে গেছে। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া। অথচ বিএনপি নাকি উন্নয়ন দেখছে না। তারা নিজেরা কোন করতে পারেনি সেই সাথে আওয়ামীলীগ সরকারের উন্নয়নও সহ্য করতে পারে না। তাই তারা মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে। নাহলে বিএনপি-জামায়াত ভোট কেন্দ্রে গোলযোগ ও নাশকতা করতে পারে। ইনশাল্লাহ আগামী ৩০ ডিসেম্বর উখিয়া-টেকনাফের গরীব দুঃখী মানুষ নৌকায় ভোট দিয়ে এসব বিএনপি-জামায়াতকে বিতাড়িত করবে।

সভায় অন্য বক্তারা বলেন, উন্নয়ন ও আওয়ামী লীগ সমার্থক। তাই উখিয়া-টেকনাফের অসমাপ্ত উন্নয়ন সমাপ্তের জন্য শাহীন চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের নৌকার প্রার্থী শাহীন আকতার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধূরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আবু তাহের, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙ্গালী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, রত্নাপালং ইউপির সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারন সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, সাধারন সম্পাদক ইব্রাহিম আজাদ প্রমুখ।

Bootstrap Image Preview