Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`অল্পে উত্তেজিত হয়ে যান ড. কামাল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ড. কামাল হোসেন অল্পে উত্তেজিত হয়ে যান। একজন নেতা উত্তেজিত হলে তাকে নেতা মনে করে না মানুষ, এমনটায় মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে নানা কথা বলে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে। সশস্ত্র, সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৩০ তারিখ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি ২০০১ এর পরে যে অত্যাচার করেছে, মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে, লুট করেছে, মা-বোনের সম্ভ্রম লুট করেছে। মানুষ সেটা ভুলেনি। তাই মানুষ এবার নৌকায় ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গণরায় দিতে চায়।’

এসময় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, প্রচার-প্রকাশনা সম্পাদক ও বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লবসহ অনেকে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview