Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হয় আমরা দেশে থাকব নতুবা রাজাকারা থাকবে: পাপন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কিশোরগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী ৩০ তারিখে ফাইনাল খেলা হবে, হয় আমরা দেশে থাকব নতুবা রাজাকারা থাকবে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শেষ দিন আজ বৃহস্পতিবার বিকেলে ভৈরবের হাজি আসমত কলেজ মাঠে এক পথসভায় এসব কথা বলেন। আজকের পথসভাটি জনস্রোতে রুপান্তিত হয়ে যায়।

এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। পথসভা শেষে একটি বিরাট মিছিল কলেজ মাঠ থেকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে ভৈরব বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। কর্মীরা নৌকা, ঢাকঢোল, বাজনা বাজিয়ে মিছিলে অংশগ্রহণ করে। পরে মিছিলটি সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরব বাজারে শেষ হয়।

নাজমুল হাসান পাপন আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছর দেশের কোন উন্নয়ন করেনি। তারা ক্ষমতায় থেকে দেশে লুটপাট, দুর্নীতি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপি খুনীর দল, তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে আমার মা নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করে, আহসান উল্লাহ মাষ্টার ও কিবরিয়াকে হত্যা করেছে। এবারের নির্বাচন যুদ্ধের নির্বাচন, তাই আমাদেরকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে।

নির্বাচনে ভোট দিতে ভুল করলে বিএনপি ক্ষমতায় আসলে এদেশ রাজাকারদের দখলে চলে যাবে। তাই আপনারা এবার নৌকায় ভোট দিন আর শেখ হাসিনা দেশের উন্নয়ন দিবে।

পথসভা শেষে নাজমুল হাসান পাপন মিছিলে যোগ দিয়ে একটি গাড়ীতে ঘুরে জনতার উদ্দ্যোশে বিজয়ের হাত উঠিয়ে ভৈরব শহর প্রদক্ষিণ করেন।

Bootstrap Image Preview