Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিক নিদের্শনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: দাউদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় রিটার্নিং কর্মকর্তা সকল কর্মকর্তাদের সঠিকভাবে সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কেন্দ্রে যে কোন ধরনের সমস্যা তাৎক্ষণিক মোকাবেলায় প্রিজাইডিং অফিসার ও উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মেনে চলার আহ্বানও জানান তিনি।

কর্মশালায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম চৌধরীসহ বান্দরবান জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১৭৬ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview